শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৮ জুন প্রকাশিত হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল

News Sundarban.com :
জুন ১, ২০১৮
news-image

আগামী ৮ জুন প্রকাশিত হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল৷ ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন বিতরণী কেন্দ্র থেকে মার্কশিট ও অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান বা আধিকারিকরা৷ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ৷ শেষ হয়েছিল ১১ এপ্রিল৷ এই বছর মোট আট লক্ষ ২৬ হাজার ২৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল৷
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা৷wbresults.nic.in, www.exametc.com, www.school9.com, www.jagranjosh.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in৷ এই ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা৷ এছাড়া, www.indiaresults.com, www.knowyourresult.com, www.school.gradeup.co, www.timesofindia.com -এ গিয়ে অনলাইনে ফলাফল দেখার পাশাপাশি মেসেজের মাধ্যমেও ফলাফল জানা যাবে৷মেসেজে ফলাফল জানতে পরীক্ষার্থীদের www.exametc.com -এ আগে থেকে নিজেদের রোল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে৷