শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুখবর ! বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন

News Sundarban.com :
মে ৩০, ২০১৮
news-image

জোড়া সুখবর ! চলতি বছরেই বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৷ ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হতে চলেছে ২০১৯ এর শুরুতেই। শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা। ২০১৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। চলতি বছরের ২৭ নভেম্বর কমিশনের মেয়াদ শেষ। রাজ্যের ৪১১ টি কর্মী সংগঠনের শুনানি শেষ। বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে, পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।রাজ্য সরকারী কর্মীদের বেতন বৃদ্ধির স্পষ্ট হয়েছে। এবারই প্রথম দফতর ধরে তথ্য নিয়েছে কমিশন। আধিকারিকদের মধ্যেও কথা বলেছে কমিশন পৃথকভাবে দাবিদাওয়া নিয়ে কমিশনে জমা পড়েছে ৫২৮টি হলফনামা এগুলি নিয়ে শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কমিশন আপাতত যা পরিস্থিতি, তাতে সময়সীমার আগেই রিপোর্ট পেশ করতে চলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিটি। বেতন কমিশনের ডিএ নিয়েও সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক ৪২ শতাংশ, গত বছরের সেপ্টেম্বর মাসে একপ্রস্থ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবারও পুজোর আগে ডিএ বৃদ্ধির আশায় রাজ্য সরকারি কর্মচারীরা।