শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

News Sundarban.com :
মে ২৮, ২০১৮
news-image

টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি।আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন ট্যাক্সি স্ট্রাইকের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি। ইন্ডিয়ান অয়েল-এর কার্যালয়ের সামনে আগামিকাল থেকে ধর্নায় বসবে ট্যাক্সি সংগঠনের সদস্যরা। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া।আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন কৃষি বিপণনমন্ত্রী। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে।