শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে ধর্মঘটের ডাক পেট্রোল ডিলারদের

News Sundarban.com :
মে ২২, ২০১৮
news-image

এক মাসের মধ্যে একাধিকা বার বেড়েছে তেলের দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। ১ জুন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও ২৬ পয়সা দাম বেড়েছে ডিজেলের। মঙ্গলবার কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা। সোমবার তুলনায় পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। শুধু পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নয় দিনে দিনে বাড়ছে এইভাবে জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। রোজগার ব্যবহৃত পণ্যে সামগ্রী দামও। যার জেরে মধ্যবিত্তের কপালে ভাঁজ। আমজনতাকে গুনতে হবে আরও কিছু বেশি টাকা, রীতিম্তো হিমশিম খাচ্ছে সংসার চালাতে। অন্যদিকে, পেট্রোল ডিলারদের অভিযোগ, জ্বালানির দাম এভাবে রোজ বাডা়য় পেট্রোলকর্মীদের সঙ্গে খদ্দেরদের নিত্য ঝামেলা হচ্ছে। এই কারণেই ১১ দিনের সময়সীমা বেঁধে দিলেন পেট্রোল ডিলাররা। তাঁদের দাবি, এই ১১ দিনের মধ্যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, তা না হলে ১ জুন থেকে ধর্মঘটের পথে হাঁটবে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।