শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বহু নামজাদা সোশ্যাল মিডিয়াকে এক লক্ষ টাকা করে জরিমানা করল সুপ্রিম কোর্ট

News Sundarban.com :
মে ২১, ২০১৮
news-image

যৌন নিগ্রহের ভিডিওগুলি সোশ্যাল সাইট থেকে সরাতে বা ব্লক করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে ব্যর্থ হয়েছে ফেসবুক,গুগল৷ তার জেরে সোশ্যাল সাইটগুলিকে আর্থিক জরিমানা করল শীর্ষ আদালত৷ গুগল, ফেসবুকের মতো একাধিক সোশ্যাল মিডিয়াকে এক লক্ষ টাকা করে জরিমানা করল সুপ্রিম কোর্ট৷
বিচারপতি মদল বি লোকুর, বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ ইয়াহু, ফেসবুক আয়ারল্যান্ড, ফেসবুক ইন্ডিয়া, গুগল ইন্ডিয়া, মাইক্রোসফট এবং হোয়াটসঅ্যাপকে জরিমানার নির্দেশ দিয়েছেন৷ কারণ এখনও তারা এই ধরনের ঘটনার প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তা শীর্ষ আদালতকে জানাতে ব্যর্থ হয়েছে৷
গত ১৬ এপ্রিল এক পিটিশনের শুনানির পরিপ্রেক্ষিতে উল্লেখিত সোশ্যাল সাইটগুলিকে যৌন নিগ্রহের ভিডিওগুলি আটকাতে গাইডলাইন তৈরি করে তা শীর্ষ আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দেন দুই বিচারপতি৷ কিন্তু এখনও কোনও হলফনামা জমা না পড়ায় ক্ষুব্ধ বেঞ্চ এই আর্থিক জরিমানার নির্দেশ দেয়৷
অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শীর্ষ আদালতকে জানিয়েছে অনলাইনে সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল তারা নিয়ে আসছেন৷ পোর্টাল তৈরির কাজ প্রায় শেষের মুখে৷ ১৫ জুলাই থেকে সেটি চালু করা হবে৷ তবে আদালত কেন্দ্রকে অত সময় দিতে প্রস্তুত নয়৷ কেন্দ্রকে ৩০ জুনের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে৷