শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিবাসী সংগঠনের ডাকা বনধের জেরে চূড়ান্ত হয়রানি যাত্রীদের

News Sundarban.com :
মে ২১, ২০১৮
news-image

১২ ঘণ্টা বনধের ডাক আদিবাসী সংগঠনের । বনধের জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে রয়েছে, আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার, আপ-ডাউন আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার, আপ-ডাউন আসানসোল-বোকারো প্যাসেঞ্জার, আসানসোল-টাটা প্যাসেঞ্জার। অবরোধ রাস্তাতেও।উত্তর দিনাজপুরের কানকি থেকে দক্ষিণের পুরুলিয়া, বিভিন্ন স্টেশনে অবরোধ। চূড়ান্ত হয়রানি যাত্রীদের। বনধের জেরে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ভায়া সম্বলপুর, রাজেন্দ্রনগর-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
এদিকে বনধের জেরে জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তর দিনাজপুরের কানকি স্টেশনে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলছে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ১০এ রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পুরুলিয়ার কাঁটাডি, ইন্দ্রবিল ও মধুকুণ্ডা স্টেশনে সকাল সাড়ে ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। তার জেরে দূরপাল্লার সাউথ বিহার এক্সপ্রেস ও আসানসোল-হলদিয়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে। সেখানেও চরমে যাত্রী ভোগান্তি।