বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫৩ বছর বয়সে এভারেস্ট জয় করলেন কাশ্মীরের বাসিন্দা সঙ্গীতা

News Sundarban.com :
মে ২০, ২০১৮
news-image

৫৩ বছর বয়সে ভারতের প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী। এভারেস্ট জয় করলেন কাশ্মীরের বাসিন্দা সঙ্গীতা সিন্ধি বহেল। ১৯৮৫ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগীতাতেও অংশ নিয়েছিলেন সঙ্গীতা। শনিবার সকালে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখলেন সঙ্গীতা। আজই বেস ক্যাম্পে ফিরবেন তিনি। পর্বতারোহণ সঙ্গীতার নেশা। একাধারে তিনি যেমন একজন দায়িত্ববান মা, স্ত্রী, ব্যবসায়ী,কাজ করেছেন একাধিক সিনেমা, বিজ্ঞাপনে। তেমনি একজন পাহাড় প্রেমিক! ৪৬ বছর বয়সে আফ্রিকার ১৬০০০ ফিট উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারো ক্লাইম্ব করেন। এছাড়াও ক্লাইম্ব করেছেন ইয়োরোপের মাউন্ট এলব্রুস (১৮৫০০ ফিট উচ্চতা), অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন (১৬০০০ফিট উচ্চতা), দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগোয়া (২২৮৪৭ ফিট উচ্চতা)। তাঁর জীবনের ফিলোসফি- ” বয়স কোনও প্রতিবন্ধকতা নয়! , নিজের স্বপ্ন পূরনের লক্ষ্যে দৃড়তা, একাগ্রতার সঙ্গে পরিশ্রম করুন।”