শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপির ধাক্কা খেল সুপ্রিম কোর্টে

News Sundarban.com :
মে ১৮, ২০১৮
news-image

বিজেপির ধাক্কা খেল সুপ্রিম কোর্টে ৷ আগামিকালই কর্নাটকে আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ এদিন নির্দেশ দিলেন ৩ বিচারপতির বেঞ্চ ৷ ‘১৫ দিন সময় দেওয়া যাবে না ৷ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ’, সুপ্রিম কোর্টের নির্দেশ কর্নাটকের ডিজিকে ৷বৃহস্পতিবার কর্ণাটকে সরকার গঠন করে বিজেপি। ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস। কর্ণাটক রাজনীতি এখন টানটান উত্তেজনায় মোড়া থ্রিলার মুভি।
কাল বিকেল ৪টায় আস্থাভোটে শক্তির পরীক্ষা দিতে হবে ইয়েদুরাপ্পাকে। প্রোটেম স্পিকারের নেতৃত্বে বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে।বিজেপির কাছে রয়েছে ১০৪ জন বিধায়ক। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ৮জনের সমর্থন দরকার। ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস বিধায়কদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও এব্যাপারে লিখিতপত্র নেই তাদের কাছে। জেডিএস নেতা কুমারস্বামী অভিযোগ করেছেন, সমর্থন কিনতে তাঁর দলের বিধায়কদের ১০০ কোটির প্রস্তাব দিয়েছে বিজেপি।কাল বিকেল ৪টায় আস্থাভোটে শক্তির পরীক্ষা দিতে হবে ইয়েদুরাপ্পাকে। প্রোটেম স্পিকারের নেতৃত্বে বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ইয়েদুরাপ্পাকে।বিজেপির কাছে রয়েছে ১০৪ জন বিধায়ক। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ৮জনের সমর্থন দরকার। ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস বিধায়কদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও এব্যাপারে লিখিতপত্র নেই তাদের কাছে। জেডিএস নেতা কুমারস্বামী অভিযোগ করেছেন, সমর্থন কিনতে তাঁর দলের বিধায়কদের ১০০ কোটির প্রস্তাব দিয়েছে বিজেপি।
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে এখনও ৮ থেকে ৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন বিজেপির। কীভাবে তা সম্ভব হবে? ঘোড়া কেনাবেচা আটকাতে বিধায়কদের গোপন জায়গায় পাঠিয়েছে কংগ্রেস-জেডিএস। কর্নাটক নিয়ে লড়াই এখনও বাকি। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি কংগ্রেস- জেডিএসের।