শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের হয়লেও ফের রাজ্যে পুনর্নির্বাচন

News Sundarban.com :
মে ১৮, ২০১৮
news-image

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের হয়লেও ফের রাজ্যে পুনর্নির্বাচন। অর্থাৎ রবিবার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ী-১ গ্রাম পঞ্চায়েতের দুটো বুথে ভোটগ্রহণ হতে চলেছে। প্রসঙ্গত, ব্যালট পেপার ছিনতাই হওয়ার কারনে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ৭৪ ধারা মেনেই এই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের।
১৮৯(১) এবং ১৮৯(২) দুটি বুথে পুননির্বাচন হবে। ভোটগ্রহণ কেন্দ্র অম্বিকানগর প্রাইমারী স্কুল। জানা গিয়েছে জেলা শাসকের রিপোর্ট অনুযায়ী এই ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা একপ্রকার নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।বৃহস্পতিবার পঞ্চায়েতের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছিল। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মোটের উপর গ্রাম বাংলার জনাদেশ স্পষ্ট হয়ে গিয়েছে। কার্যত সবুজ ঝড় উঠেছে রাজ্য জুড়ে। কিন্তু তারই মধ্যে আবারও হতে চলেছে পঞ্চায়েত পুনর্নির্বাচন। ফলে আরও একবার ভোট দিতে হবে ফুলবাড়ি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের। কেবলমাত্র এই আসনেই আরও একবার পঞ্চায়েত ভোট হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।বুধবার গণনার সময়ে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখে ফের এখানে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয়।