বঙ্গবিভূষণে ভৃষিত হচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

নজরুল মঞ্চে আগামী ২১ মে কৃতীদের রাজ্য সরকারের তরফে দেওয়া হবে ‘বঙ্গ বিভৃষণ’ও ‘বঙ্গ ভূষণ’ সম্মান ৷ প্রতি বছরের মতো এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার বঙ্গবিভূষণে ভৃষিত হচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।এছাড়া সাহিত্যিক সমরেশ মজুমদার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকেও সম্মান জানানো হবে। ২০১৭ সালে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় ওয়াইসি দেবেশ্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও ড. অরুণপ্রসাদ মুখোপাধ্যায়কে।
ওই বছরই বঙ্গভূষণ পান বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা, লক্ষ্মণদাস বাউল প্রমুখ। আগামী ২১ মে বিকেল ৫টায় নজরুল মঞ্চে এই অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।