বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মে মাসের শেষেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত

News Sundarban.com :
মে ১৭, ২০১৮
news-image

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে মে মাসের শেষেই ৷ স্কুল শিক্ষা দফতর থেকে জানা গিয়েছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশ আগামী ২৮ মে৷ জানা গিয়েছে, সম্ভাব্য তারিখে ফলাফল প্রকাশিত হলে পয়লা জুন থেকেই যাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে৷
স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে৷ সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম মাপকাঠি তৈরির বিষয়ে মতামত আদান-প্রদান হয়েছে৷ বৈঠকে গত বছরের মতো এই বছরও কৃতী পড়ুয়ারা যাতে আগে সুযোগ পায়, তার প্রস্তাব দেওয়া হয়েছে৷এছাড়াও জানা গেছে, স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিকের বক্তব্য, ‘‘সবার পক্ষে বিপুল পরিমাণে টাকা দিয়ে বেসরকারি বিদ্যালয়ে পড়া সম্ভব নয়৷ তাই আমরা চাইছি যাতে সবাইকে সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়৷ তবে, কৃতী ছাত্র-ছাত্রীদের অবশ্যই প্রাধান্য দেওয়া হবে৷’’ জানা গিয়েছে, মাধ্যমিকে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা সরকারি বিদ্যালয়গুলিতে সরাসরি ভর্তি হতে পারবে৷ তা যেমন নিজের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য৷ তেমনি অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য৷