শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে ভোট গননা কেন্দ্রের কাছে পুলিশকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি, , আহত ৫ পুলিশ কর্মী

News Sundarban.com :
মে ১৭, ২০১৮
news-image

ভোট গননা প্রক্রিয়া চলার মাঝেই দক্ষিণ ২৪ পরগণা জেলার  ক্যানিংয়ের ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজে গননা কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়ায়।  পুলিশকে লক্ষ্য করে বোমা,গুলি চালায় বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তিন সিভিক ভলেন্টিয়ার সহ চার পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত পুলিশ কর্মী বিপ্লব প্রামাণিক,তারক বিশ্বাস,কৃষ্ঞেন্দু গায়েন,বাবলু দাস,এসআই সামাউন বাসার দের কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে দুষ্কৃতীদের হটিয়ে দেয়। এই ঘটনায় পাঁচজন আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার গননা চলাকালীন দক্ষিণ ২৪ পরগণা জেলার ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজের মূল গেট থেকে ১০০ মিটার দূরে  কলেজ মোড় এলাকায় থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে একদল তৃণমূল কংগ্রেস কর্মী। তাতে বাধা দিতে গেলেই পুলিশের সাথে বচসা বাঁধে। এরপরই তিন সিভিক সহ এক পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ কর্মী বাবলু দাস সহ কৃষ্ণেন্দু গায়েন ও তারক বিশ্বাস নামে দুই সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হয়। মাথা ফাটে দুজনের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের দিকে এগোলেই  পুলিশকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি,পাঁচটি বোমা, সহ ইট পাটকেল ছোড়ে  অভিযুক্তরা। বেশ কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর ও করা হয় বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতীদের হটাতে এলাকায় ব্যাপক লাঠিচার্জ করে।