শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ জুন মাসে

News Sundarban.com :
মে ১৬, ২০১৮
news-image

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ জুন মাসের শুরুতেই হতে চলেছে৷ এবছর থেকে যারা উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরে পড়াশোনা চালাবে বিশেষ করে বিএ, বিএসি সিবিসিএস পদ্ধতিতে। এর আগে বিকম-এ, সেমিস্টার সিস্টেমে পাঠক্রম চালু করা হয়েছিল। এবছর থেকে অর্থাৎ ২০১৮ -২০১৯ এই শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসি যাবতীয় পরীক্ষা সিবিসিএস পদ্ধতিতে সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে। নতুন পথের অভিসারী উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীরা।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনই জানা গিয়েছে৷ গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হয়েছিল গত ১১ এপ্রিল৷ রাজ্যজুড়ে মোট আট লক্ষ ২৬ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৫৭ হাজার ৫৩৪ জন বেশি ছিল৷ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছিল মোট পরীক্ষার্থীর সংখ্যাও৷