শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বারাণসীতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল;

News Sundarban.com :
মে ১৫, ২০১৮
news-image

২০১৬ সালের ৩১ মার্চ কলকাতার নির্মাণাধিন বিবেকানন্দ উড়ালপুল ভেঙ্গে পড়ে এক বিরাট বিপর্জয় ঘটায়।উড়ালপুলটি ১২.৩২ (দুপুর) এর সময় ভেঙ্গে পড়ে। এই ভেঙ্গে পরা সেতুর নিচে বাস,লরি,টাক্সি ও পথচারী মানুষ তৎক্ষণাৎ চাপা পড়ে।ফলে বহু মানুষ নিহত ও ১০০ জন ওর বেশি মানুষ আহত হয় যা কলকাতার সবচেয়ে বড় উড়ালপুল বিপর্যয়। এই একই ঘ্ট্নার মুখোমুখি হল বেনারসবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ভেঙে পড়ল একটি নির্মীয়মান উড়ালপুলের একাংশ। এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী ১২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন কমপক্ষে ৫০ জন।
উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায়। নিহতদের অধিকাংশ সম্ভবত শ্রমিক। চারটি গাড়ি, বেশ কয়েকটি মিনিবাস ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকা‌র্য শুরু করেছে প্রশাসন। ঘটনাস্থলে আনা হয়েছে বেশ কয়েকটি জেসিবি। সেগুলি দিয়েই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। খোদ মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যানাথ বিষয়টির উপরে নজর রাখছেন।