শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা পুলিশের নয়া প্রয়াস

News Sundarban.com :
মে ১৩, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের স্বাবলম্বী করতে কন্যাশ্রী , রূপশ্রী প্রকল্প শুরু করেছেন। এবার কলকাতা পুলিশ মেয়েদের আত্মরক্ষার স্বার্থে ন্তুন পদক্ষেপ নিল। মেয়েদের প্রতিনিয়ত  স্কুল, কলেজ, প্থেঘাটে, কর্মক্ষেত্রে শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে।আবার উত্যক্ত করার সুযোগ খোঁজে কেউ কেউ৷ তাই এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে কীভাবে তার মোকাবিলা করবেন এবার তারই পাঠ মহিলাদের দেওয়ার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷ পোশাকি ভাষায় এর নাম রাখা হয়েছে ‘তেজস্বিনী’৷ কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের নতুন প্রয়াস এই ‘তেজস্বিনী’৷ মহিলাদের জন্য এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে৷ এখানে আত্মরক্ষার পাঠ শেখানো হবে৷ কলকাতা পুলিশের   কর্তার জানিয়েছে, এই কর্মশালায় মহিলাদের আত্মরক্ষার প্রাথমিক দিক সম্পর্কে অবহিত করা হবে৷ সেই জন্য বিশেষ প্রশিক্ষকদের শিবিরে আনা হচ্ছে৷ এই পাঁচ দিনে যতটা সম্ভব মহিলাদের আত্মরক্ষার যাবতীয় খুঁটিনাটি পাঠ দেওয়া হবে৷
আগামী ১৯ মে থেকে ২৩ মে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে৷ প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চলবে কড়া অনুশীলন৷ ১২ থেকে ৪০ বছর বয়সী মহিলারা এত অংশগ্রহণ করতে পারবেন৷ এখানে প্রশিক্ষণ নিতে হলে আগ্রহী মহিলাদের প্রথমে তাদের নাম নথিভুক্ত করাত হবে৷ অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে৷ সম্পূর্ণ নিখরচায় এই প্রশিক্ষণ পাবেন মহিলারা৷