মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গরমে স্বস্তি পেতে ঘুরে আসুন কোলাখাম

News Sundarban.com :
মে ১১, ২০১৮
news-image

লাভার অনতিদূরে অবস্তিত ছোটো বসতি কোলাখাম। লাভা থেকে ৮ কিমি দূরে কোলাখাম। ঘন সবুজ পাহাড়ি বনানী দিয়ে ঘেরা কোলাখামের পরিবেশ। নেওড়আ ভ্যালি থেকে ১০কিমি কোলাখাম। গহিন অরণ্যের ম্ধ্যদিয়ে এঁকেবেঁকে এগিয়ে গেছে পাহাড়ি রাস্তা। কাছেই অচেনা  ছাঙ্গে ফলস ও চেল নদী। চোখে পড়বে অপার নীল আকাশে উন্মুক্ত কাঞ্চনজংঘা, কাব্রু, পানডিমের তুষারাবৃত শিখর। রোজ্কার ব্যাস্ত জীব্ন থেকে কিছুদিনের ছুটি নিয়ে পাহাড় ও সবুজ সৌন্দর্যকে উপভোগ করুন। সময় এখানে যেন থমকে গেছে। কোলাখাম থেকে যে রাস্তাটা লাভার দিকে গেছে তার প্রায় সব কটি গেছেন নেওড়আ ভ্যালি জাঙ্গলের মধ্য দিয়ে। এই রাস্তা দিয়ে এগোলে চোখে পড়বে অজস্র নানান জাতের পাখি। সন্ধেবেলা কোলাখাম থেকে দেখবেন আলো ঝলমলে রিশপ। মনে হয়ে অন্ধকার পাহাড়ের গায়ে হীরাখণ্ড।

ছাঙ্গে ঝর্ণা যেতে হবে ঘন জঙ্গল চিরে। ৩০০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিচ্ছেন জল ধারাটি। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য কোলাখাম আদর্শ।

কী ভাবে যাবেন্ঃ শিলিগুড়িতে থেকে গাড়িতে করে সাড়ে চার ঘন্টায় কোলাখাম। শীত্কালে এখানে ঠান্ডা, এছাড়া যেকোনো সময়ে যেতে পারেন।

কোথায় থাকবেন্ঃ এখানে থেকের জন্য প্রচুর ইকো হার্ট, হোম স্টে ও গেস্ট হাউস রয়েছে।

যোগাযোগ- ৯৮৩০৪২৩২৪৬, ৯৪৩৪৩৪০০৪২।