শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে বাসন্তীতে জখম  কিশোর

News Sundarban.com :
মে ৯, ২০১৮
news-image

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল এক বছর দশেকের কিশোর। আহতের নাম রাকিবুল মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চাতরাখালি গ্রামে। গুরুতর জখম অবস্থায় আহত কিশোরকে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।অন্যান্য দিনের  মত শুক্রবার বিকেলে রাকিবুল বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল মাঠে। মাঠের পাশে থাকা পুকুর পাড়ে বলের মত কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখে তা নিয়ে খেলতে গেলে ঘটে বিপত্তি। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের ফলে আহত হয়ে মাঠের এক পাশে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে ঐ কিশোর। আশপাশের মানুষজন বিস্ফোরণের শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন মাঠের এক পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাকিবুল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন রাকিবুলকে। ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এই বোমা বাঁধা হচ্ছিল। শিশুটি বুঝতে না পেরে তা নিয়ে খেলতে গিয়ে এই বিপত্তি ঘটে।