বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রিজে রাখা মাংস বিক্রি করা হলেই, বাতিল করা হবে লাইসেন্স

News Sundarban.com :
মে ৯, ২০১৮
news-image

মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে মাংস সরবরাহ ব্যবস্থা স্বাস্থ্যকর রাখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেন। মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে থাকবেন বিভিন্ন দফতরের সচিবরা।বুধবার ঘোষণা কলকাতা পুরসভার। ফ্রিজে রাখা মাংস বিক্রি করা হলেই, বাতিল করা হবে লাইসেন্স। প্রসঙ্গত, ভাগাড়কাণ্ডের তদন্তে মঙ্গলবার সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত বিশ্বনাথ ঘোড়ুইকে জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পারেন, এক ব্যবসায়ীর সাহায্যে ভাগাড়ের পচা মাংসের ৪০ শতাংশই সরবরাহ করা হত নিউমার্কেটে। এই তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। পচা মাংসের কারবার আটকাতে এরপরই এদিন কলকাতা পুরসভার তরফে জারি করা হল কড়া নির্দেশিকা। জানা গেছে, শহরের খোলা বাজারের মাংস ব্যবসায়ীদের কাছে নোটিস পাঠাবে পুরসভা। নোটিসে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে, ফ্রিজে রাখা মাংস কোনওভাবেই বিক্রি করা যাবে না। ক্রেতার উপস্থিতিতে তাঁর চাহিদা অনুযায়ী মাংস কেটে বিক্রি করতে হবে। এই নির্দেশিকা অমান্য করে কোনও ব্যবসায়ী যদি ফ্রিজে রাখা মাংস বিক্রি করেন, তবে তাঁর লাইসেন্স বাতিল করা হবে।