শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক না হলেও লিভ ইন সম্পর্কে বাধা নেই

News Sundarban.com :
মে ৬, ২০১৮
news-image

নিজের মনের মানুষকে আরও কাছ থেকে জানতে, লিভ নি থাকতে চান কিন্তু বয়স প্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজের দিনে দাঁড়িয়ে বয়স আর বাধা হয়ে থাকল না। সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক না হলেও লিভ ইন সম্পর্কে বাধা নেই। পুরুষের বয়স ২১ বছরের কম হলেও লিভ ইন বৈধ। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
কেরলের একটি মামলায় ওই রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের এপ্রিল মাসে কেরলের ১৯ বছরের তরুণী তুষারা বিয়ে করেন ২০ বছরের নন্দকুমারকে। এরপরই হাইকোর্টে ‌যান তুষারার বাবা। তিনি নন্দকুমারের বিরুদ্ধে অপহরণের অভি‌যোগ করেন। কেরল হাইকোর্ট ওই বিয়ে নাকচ করে দেয় ও তুষারাকে তাঁর বাবার কাছে পাঠিয়ে দেয়। হাইকোর্টের ওই রায়ের পর নন্দকুমার সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করে, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কারও ‌যদি বিয়ের বয়স নাও হয়ে থাকে তাহলে তারা লিভ ইন সম্পর্কে থাকতে পারে।’ সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আদালত ‘জাতির পিতা’-র ভূমিকা নিতে পারে না বলে মন্তব্য শীর্ষ আদালতের।আদালত আরও মন্তব্য করে লিভ ইন সম্পর্ক আইনসম্মত।