শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চায়ের কেটলিতে ট্রেনের শৌচাগারের জল

News Sundarban.com :
মে ৩, ২০১৮
news-image

ট্রেনের যাত্রাকে একটু চনমনে করতে আপনার সব সময়ের সঙ্গী চা ৷ কিন্তু এ বার সেই চায়ের কাপে একটা চুমুক দিতে গেলেও একশ বার ভাবতে হবে যাত্রীদের ৷ কারণ সম্প্রতি চায়ের কেটলিতে শৌচাগারের জল মেশাতে দেখা গেল এক হকারকে ৷ সেই সময় সেকেন্দ্রাবাদ ও কাজিপেটের মধ্যে কর্মরত ছিলেন পি শিবপ্রসাদ নামের ওই ভেন্ডিং কন্ট্রাক্টর ৷ সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া একটি ভিডিও সদ্যই ভাইরাল হয়ে গিয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, ট্রেনের শৌচাগারের জল চায়ের বাসনে ভরে নিচ্ছেন এক হকার ৷ আবার সেই জল দিয়েই বানিয়ে ফেলছেন চা ৷ সেই চা আবার বিক্রি করছেন যাত্রীদের ৷ ভাগাড় কাণ্ডের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বাঙালি ৷ এরইমধ্যে সামনে এল শৌচাগারের জলে চা তৈরির ভিডিও ৷ তবে না, এ বারের ঘটনা কলকাতার নয় ৷ হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের ৷ চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসের ভিতরের এই ‘ভয়ঙ্কর’ চিত্র প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসে রেল কর্তৃপক্ষ ৷ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত পি শিবপ্রসাদের ৷