শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করা হল

News Sundarban.com :
মে ২, ২০১৮
news-image

সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় রায় ঘোষণা করল মহারাষ্ট্রের বিশেষ মোকা আদালত। সাংবাদিক খুনের সাত বছর পর দোষী সাব্যস্ত কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন সহ এগারোজন । এদিন অভিযুক্ত ১১ জনের মধ্যে ৮ জনকে দোষী সাব্যস্ত করলেন বিচারক সমীর আদকর।তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজন কে আদালতে হাজির করানো হয়।
অন্যদিকে, এই মামলায় সাংবাদিক জিগনা ভোরা এবং আরেক অভিযুক্ত পলসেন জোসেফকে মুক্তি দিয়েছে আদালত ।

২০১১ সালে ১১ জুন খুন হন সাংবাদিক জ্যোতির্ময় দে। মিড ডে সংবাদপত্রের সাংবাদিক ছিলেন জ্যোতির্ময় দে। ২০১১ সালে এক দল দুষ্কৃতী বাইকে করে এসে তাকে খুন করে। পিছন দিক থেকে তাঁকে পাঁচটি গুলি করা হয়েছিল বলে জানা গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। প্রায় ৭ বছর পর বুধবার এই মামলার সাজা শোনাল আদালত।