বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস

News Sundarban.com :
এপ্রিল ২২, ২০১৮
news-image

আজ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা। বিকেলের পর ঘণ্টায় ৫৫ কিমি গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টিও হতে পারে ৷ আজ দুপুর থেকে আগামীকাল রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পাশাপাশি, এই সময়ের মধ্যে পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ। আবহাওয়া দফতর জানিয়েছে, অসম থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে দিনের বেলায় তাপমাত্রা বাড়বে, সন্ধের দিকে ঝড়-বৃষ্টি কিঞ্চিৎ স্বস্তি দিলেও আগামী ৩দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ৷ তাপপ্রবাহে অস্বস্তি বাড়বে ৷ বইতে পারে লু ও ৷

আগামী কয়েকদিনে পশ্চিমের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ ঝাড়খণ্ড, বিহার ওড়িশা থেকে রাজ্যে গরম হাওয়া ঢুকছে ফলে বাঁকুড়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ৷ এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান কলকাতায় তাপমাত্রা বাড়বে ৷