শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত ভোটের আগে কেবল অপারেটদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০১৮
news-image

পঞ্চায়েত ভোটের আগে কেবল অপারেটদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কেবল অপারেটরদের স্বাস্থ্যসাথী এবং শ্রম দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে এসে নিশ্চিত পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।স্বাস্থ্যসাথী থেকে শ্রম দফতরের সামাজিক সুরক্ষার আওতায় এনে অপারেটদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের যাবতীয় সমস্যা মেটাতে তৈরি করে দিলেন ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি কমিটি। সেই কমিটিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছাড়াও মন্ত্রী মলয় ঘটক, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ডিজি সুরজিৎ করপুরকায়স্থ ও পুলিশ কমিশনার রাজীব কুমারকে রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তবে অপারেটরদের পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় নিয়ে আসেন। তাঁদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করেন মুখ্যমন্ত্রী। এই সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে মাসে কেবল অপারেটররা ২৫ টাকা করে দেবেন। সরকার দেবে ৩০ টাকা করে। অপারেটরদের ৬০ বছর বয়স হলে ২ লাখ টাকা নগদে পাবেন। আর মাসে দেড় হাজার টাকা করে পাবেন অপারেটররা। কেবল অপারেটরদের সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর যৌথ উদ্যোগে কিছু করতে পারে কিনা, তা নিয়ে মন্ত্রীদের আলোচনা করতে বলেন।

আরও দেখুন