শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গভীর রাতে ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০১৮
news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, রাতে ১০ জনেরও বেশি ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়। মেয়েদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চেক করা হয়। রাতে বাড়িতে ফোন দিয়ে অভিভাবককে আসতে বলা হয়।

সুফিয়া কামাল হল সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ফেসবুকে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এই ছাত্রীদের বের করে দেওয়া হয়েছে।

ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার খবর জানাজানি হলে বৃহস্পতিবার রাত দুইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু সুফিয়া কামাল হলের সামনে উপস্থিত হন। এসময় তারা সেখানে বিক্ষোভ করেন।