শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেগঙ্গা থানা পুলিসের ভ্যান

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০১৮
news-image

যান্ত্রিক গোলযোগের কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেগঙ্গা থানা পুলিসের ভ্যান। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ দেগঙ্গা থানার পিসি পার্টির পুলিস ভ্যান নিয়ে এসআই কাজল দাস তিনজন কনস্টেবলের সাথে হাড়োয়া রোড ধরে হামাদামা বাজারের দিকে যাচ্ছিল। সেই সময় হাদিপুর হাতি পাড়ার কাছে হাড়োয়া রোডের উপরে গাড়ির গিয়ার বক্স আটকে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত হন এসআই কাজল দাস সহ দুই কনস্টেবল এবং গাড়িচালক। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহত এসআই সহ কনস্টেবলদের উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জীপের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা বারাসাত মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার ওসি লিটন রক্ষিত ও অন্যান্য পুলিস কর্মীরা।এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে জেলা প্রশাসন বাইক ও ট্রাক আরোহীদের যেমন সচেতন করে চলেছে, ঠিক তেমনই ২৪ ঘন্টা পুলিস প্রশাসন সাধারণ মানুষের সেবাই যে সমস্ত গাড়ি গুলি ব্যবহার করেন সেগুলি যথাযথ পরিচর্যার অভাবে এদিনের এই দুর্ঘটনা ঘটেছে। তাই সকল থানার পুলিস কর্মীদের উচিত প্রতিনিয়ত তাদের ব্যবহারকারী গাড়ি গুলি অবিলম্বে পরিচর্যা শুরু করা তা নাহলে পরবর্তীতে এর থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে।