মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবায় বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের, প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০১৮
news-image

তৃণমূল কর্মীদের হাতে বেধড়ক মার খেলেন বিজেপি কর্মীরা। ঘটনায় অন্তত দশ বারোজন গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা থানার রাঙাবেলিয়া গ্রামে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনার পর তিন চারজন বিজেপি সমর্থককে তুলে নিয়ে যাওয়ার ও অভিযোগ রয়েছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কর্মীদের মারধোর ও তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে গোসাবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে গোসাবা থানায় অভিযোগ ও দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

অভিযোগ বুধবার সকালে এলাকায় নির্বাচনী প্রচারের জন্য দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সেই সময় আচমকা একদল তৃণমূল কর্মী সমর্থক শম্ভু বারুই, রাখাল সরদারদের নেতৃত্বে লাঠি, রড নিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। ঘটনায় দীপঙ্কর মান্না, বিপ্লব সরদার, সত্যব্রত মাইতি, শুভঙ্কর মণ্ডল সহ অন্তত বারোজন বিজেপি কর্মী সমর্থক গুরুতর জখম হন। আহতদের স্থানীয় গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পাঁচ বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার প্রতিবাদে বুধাবার বিকেলে দোষীদের গ্রেফতারের দাবীতে গোসাবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।