বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানী-শতাব্দীর ভাড়া কমল

News Sundarban.com :
এপ্রিল ১৭, ২০১৮
news-image

সুখবর ভাড়া কমল রাজধানী-শতাব্দীর। ট্রেনে বিক্রিত খাবারের উপরে জিএসটির হার অনেকটাই কমিয়ে দেওয়ায় রাজধানী, দুরন্ত ও শতাব্দীর মতো কিছু প্রিমিয়াম ট্রেনের ভাড়া অনেকটাই কমল।সুপারফাস্ট ট্রেনগুলিতে আইআরসিটির ‌যে খাবার দে,য় তার নতুন দাম হল এরকম- চিকেন বিরিয়ানি-৮৯(পুরনো দাম ছিল ১০০ টাকা) এগ বিরিয়ানি-৬১ টাকা(আগে ছিল ৬৯ টাকা),মসলা ধোসা-১৮ প্লেট(আগে ছিল ২১টাকা)।
সোমবার থেকে ট্রেনে ও প্লাটফর্মে বিক্রি হওয়া খাবার ও পানীয়র দাম অনেকটাই কমেছে। খাবারের দাম কম হওয়ার ফলে রাজধানী, শতাব্দীর মতো ‌ট্রেনের টিকিটের দামও অনেকটাই কমল। কারণ ওইসব ট্রেনের টিকিটের দামের সঙ্গে খাবারের দামও ধরে নেওয়া হতো। কেন কমল খাবারের দাম? সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয় ‌যাত্রীবাহী ট্রেন ও প্লাটফর্মে বিক্রিত খাবারে জিএসটির হার হবে ৫ শতাংশ। আগে এই হার ছিল ১৮ শতাংশ। ফলে টিকিটের দামের সঙ্গে খাবারের ‌যে দাম নেওয়া হতো তা ৪০-৬০ টাকা কমেছে।সোমবার থেকে লাগু হয়েছে নতুন জিএসটির হার। ফলে এক্সপ্রেস ও