বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তান সমস্যা: ভিন্ন সুর পাক সেনাপ্রধানের মুখে

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০১৮
news-image

চাপে পড়ে এখন ভিন্ন সুর পাক সেনাপ্রধানের মুখে। ভারত-পাকিস্তান সমস্যার সবকটিই মিটিয়ে ফেলা ‌যাবে আলোচনার মাধ্যমে। এমনটাই মনে করেন পাক সেনা প্রধান কামর জাভেদ বাজওয়া।

উল্লেখ্য, জঙ্গিদের মদত দেওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান। ওবামার আমলে তো বটেই ট্রাম্পের আমলে জঙ্গি দমনকে কেন্দ্র করে ইসলামাবাদের উপরে চাপ আরও তীব্র হয়েছে। এমনকি পাকিস্তানকে আর্থিক সাহা‌য্য দেওয়ার ব্যাপারেও কড়াকড়ি শুরু করে দিয়েছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। সেই চাপেই ক্রমশ সুর নরম হচ্ছে পাকিস্তানের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাজওয়া। সেখানে তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে পড়ে থাকা সব বিবাদ, এমনকি কাশ্মীর সমস্যারও সমাধান করা ‌যাবে। এটা সম্ভব ‌যদি দুদেশের মধ্যে সদার্থক আলোচনা হয়।’

কাশ্মীরিদের রাজনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন বাজওয়া। তার পরেও তিনি বলেন, ‘আলোচনা করতে গেলে তা কোনও এক পক্ষের পছন্দ নাও হতে পারে। তবে শান্তির কথা মাথায় রেখে আলোচনা এগিয়ে নিয়ে ‌যেতে হবে।’