শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষের প্রাক্কালে হারিয়ে যাওয়া পুত্র ফিরে পেয়ে উচ্ছাসিত পরিবার

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০১৮
news-image

এক পাচারকারীর খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে যায় এক নবম শ্রেণীর ছাত্র।ঘটনাটি ঘটেছে গত ৯ এপ্রিল সোমবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার দক্ষিণ তালদি গ্রামে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশায় তারপর দিনই ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন এবং পরিবারে নেমে অাসে শোকের ছায়া। তালদি মোহন চাদঁ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র বছর চোদ্দ’র সৌরভ মন্ডল নিখোঁজ হওয়ার পর তার কাছে থাকা মোবাইলের টাওয়ার লোকেশান দেখা যায় শিয়ালদহ ষ্টেশন সংলগ্ন। সেই অনুযায়ী ক্যানিং থানার পুলিশ উদ্ধার করার জন্য উদ্যোগ নেয়। ইতি মধ্যে বাড়ীর লোকজন নিজেরাই শিয়ালদহ গিয়ে খোঁজ খবর করতে থাকে।না পেয়ে মুচিপাড়া থানায় বিষয় টি জানালে নিয়ম অনুযায়ী তথ্য তাঁরা ক্যানিং থানা থেকে নিয়ে আসতে বলেন বাড়ীর লোকজন কে।সেই খবর ক্যানিং থানায় জানানোর আগেই শুক্রবার বিকালে ডাউন চারটে পঁয়তাল্লিশ মিনিটের শিয়ালদহ-ক্যানিং লোকালে কে বা কারা সৌরভকে সন্ধ্যা ৬ নাগাদ তালদি ষ্টেশনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।সৌরভকে চিনতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার বাড়ীতে খবর দিলে পরিবারের লোকজন এসে সৌরভ কে বাড়ীতে নিয়ে যায়।কিভাবে কলকাতা গেল কারা বা নিয়ে গিয়েছিল সে বিষয়ে সৌরভ বা বাড়ীর লোকজন অন্ধকারে।যদিও নববর্ষের প্রাক্কালে ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সৌরভের বাবা নিতাই মন্ডল।নিতাই বাবু অবশ্য ছেলে কে সঙ্গে নিয়েই সাথে সাথে ক্যানিং থানায় গিয়ে সমস্ত ঘটনার কথা জানিয়েছেন।বাবা তার ছেলেকে ফিরে পাওয়ায় ক্যানিং পুলিশ কর্মীরা আনন্দিত।
ছেলেকে ফিরে পাওয়ায় দক্ষিন তালদি গ্রামে মন্ডল পরিবার সহ সকলেই নববর্ষের আনন্দে আত্মহারা।