শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকরি ফিরিয়ে দিতে হবে আর এই দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন ৬ হাজার শিক্ষক

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

চাকরি ফিরিয়ে দিতে হবে আর এই দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষক। প্রায় সাড়ে ৬ হাজার কম্পিউটার শিক্ষক ধর্নায় বসেন। সরকারি কিংবা সরকারি স্পনশর স্কুলের কম্পিউটার শিক্ষক ছিলেন। সাত-সকালে শিক্ষকদের আন্দোলনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির অধীনে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি ও স্পনশর স্কুলে কর্মরত ছিলেন। তাঁদের মাসিক ভাতা ছিল ৫ হাজার টাকা। ৩১ মার্চ তাঁদের কর্মচ্যুতির নোটিস দেওয়া হয় বলে দাবি শিক্ষকদের। এরপরেই চাকরি ফেরানোর দাবি সহ একাধিক দাবিতে তাঁরা অনশনে বসেন।
শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন, এরপর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর বাড়িতে ঢোকেন তাঁর সঙ্গে আলোচনা করার জন্য। বৈঠকে শিক্ষামন্ত্রী ১৭ এপ্রিল পর্যন্ত তাঁদের কাছে সময় চান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি অনশন তুলে নেওয়ার আবেদন জানান