শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ বছরের কম বয়সী মেয়েকে রেপ করলে ধর্ষকের মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি: মানেকা গান্ধী

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন, POCSO আইনে সংশোধন আনা হবে৷ যেখানে বলা হবে ১২ বছরের কম বয়সী মেয়েকে রেপ করলে ধর্ষকের মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে৷মানেকা গান্ধী তাঁর এক বক্তব্যে বলেন, কাঠুয়াসহ অন্যান্য ধর্ষণ কাণ্ডের জন্য তিনি খুব “গভীরভাবে বিরক্ত”৷ তিনি আরও যোগ করেন ‘আমি এবং আমার মন্ত্রীসভার সদস্যরা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল ওফেন্সেস অ্যাক্টে সংশোধন আনতে ইচ্ছুক৷’
এই সিদ্ধান্ত মন্ত্রীসভার সকলের মিলিত সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ হিসেবে কাঠুয়া ধর্ষণ ও খুন কাণ্ডকেই দেখা হচ্ছে৷
সূত্রের খবর, এই ৮ বছর বয়সী মেয়েটিকে ১০ ই জানুয়ারী অপহরণ করা হয় এবং এক সপ্তাহ পর ১৭ ই জানুয়ারী তার দেহ খুঁজে পাওয়া যায়৷ চার্জশিট অনুযায়ী, একজন অভিযুক্ত ‘তার লালসার সন্তুষ্টির’ জন্য মিরাট থেকে মেয়েটিকে প্রলোভন দিয়ে ডেকে আনে৷ সেখানেই মন্দিরের মধ্যে মেয়েটিকে গণধর্ষণের শিকার হয়৷ মেরে ফেলার পূর্বে যে তাকে পাশবিক অত্যাচার করা হয় সে বিষয়ে কোন সন্দেহ নেই, এরকমই জানাচ্ছে তথ্য৷
গতকাল কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মধ্যরাতে ইণ্ডিয়া গেটের সামনে মোমবাতি হাতে মিছিল করেন৷ কাঠুয়া ও উন্নাওতে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন৷