মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০১৮
news-image

১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল আদালত ৷ ১৬ এপ্রিল চূড়ান্ত রিপোর্ট জমা দেবে নির্বাচন কমিশন ৷ তারপরই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট ৷ নির্বাচন প্রক্রিয়ায় ১৬ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরোধীতায় ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার ৷ ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ। আদালতের রায়ে স্বাভাবিকভাবে খুশি বিজেপি সহ বিরোধীরা। স্বাভাবিকভাবে আদালতের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশনের কাছে সম্পূর্ণ রিপোর্ট চাইল আদালত। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও রিপোর্ট চেয়েছেন বিচাপতি। পরবর্তী শুনানির দিনই ওই দুই রিপোর্ট শোনা হবে বলে মন্তব্য বিচারপতি তালুকদারের। এছাড়া প্রয়োজনে ভোটের নির্ঘণ্ট বদলে দেওয়া হবে বলেও মন্তব্য করেছে আদালত। জনগণের স্বার্থের কথা মাথায় রেখে এই মামলা খারিজ করা হয়নি বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর। ১৬ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের রায় শুনে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, ‘পঞ্চায়েত ভোট ঝুলে গেল ৷ মানুষের যন্ত্রণার কথা বুঝেছেন বিচারপতি ৷ আদালতের রায় স্বাগত ৷’
আদালতের নির্দেশ নিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘আমাদের নৈতিক জয় হল ৷ নির্বাচন প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল, বিরোধীরা সুযোগ পাচ্ছিলেন না ৷ আমাদের বক্তব্য মেনে নিয়েছে হাইকোর্ট ৷’
পঞ্চায়েত মামলায় হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন ৷ জানতে চাওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর কী কী ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷ একইসঙ্গে ৯ এপ্রিল বিকেল তিনটের পর ১০ এপ্রিল বিকেল তিনটের মধ্যে কত প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার আর্জি করেছিলেন সেই তথ্যও জানতে চায় আদালত ৷