শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারের কমনওয়েলথ গেমসে ভারতের দু’টি সোনাই এনে দিলেন কুস্তিগীররা

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০১৮
news-image

এবারের কমনওয়েলথ গেমসে ভারতের দু’টি সোনাই এনে দিলেন কুস্তিগীররা। প্রথমে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতেন রাহুল আওয়ারে, তারপর ৭৭ কেজি ফ্রিস্টাইলে দেশকে সোনা এনে দেন সুশীল কুমার। মাত্র ৮০ সেকেন্ডেই দক্ষিণ আফ্রিকার কুস্তিগীর জোহানেস বোথাকে হারিয়ে দেন সুশীল। এই অভিজ্ঞ কুস্তিগীর টানা তিনটি কমনওয়েলথ গেমসে অপরাজিত। রাহুল হারান কানাডার স্টিভেন তাকাহাসিকে। ভারত এখন ১৪টি সোনা, ৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তিন নম্বরে।
এদিন মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে কানাডার ডায়না উইকারের কাছে হেরে রুপো পেলেন ববিতা কুমারী। মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মরিশাসের কাটুস্কিয়া পরিয়াধাবেনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কিরণ। শ্যুটিং থেকেও পদক এসেছে। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো পেয়েছেন তেজস্বিনী সাবন্ত।