বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ এপ্রিল ৬ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বামেরা

News Sundarban.com :
এপ্রিল ১১, ২০১৮
news-image

পঞ্চায়েতে মনোনয়ন পেশে হিংসা ৷ অভিযোগ, শাসক দলের বাধা ও হিংসায় মনোনয়ন পেশ করতে পারেননি বিরোধীরা ৷ কমিশন মনোনয়ন পেশের সময় বাড়িয়েও কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন ৷ আদালতের দ্বারস্থ হয়েও লাভজনক কোনও ফল পায়নি বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টে এদিন ধাক্কার পর এবার পঞ্চায়েতে মনোনয়ন পর্বে হিংসা ও শাসক দলের বাধার প্রতিবাদে ৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল বামফ্রণ্ট ৷
আগামী ১৩ এপ্রিল তৃণমূলের হিংসার প্রতিবাদে সকাল ৬ থেকে বেলা ১২টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির ৷ ছ’ঘণ্টার এই ধর্মঘট নিয়ে উঠেছে প্রশ্ন ৷ রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনও বাকি বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরের পরীক্ষা ৷
পরীক্ষা সূচি অনুযায়ী ১৩ এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বর্ধমান ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে ৷ ইতিমধ্যেই ধর্মঘটের ফলে ওই দিনে সঠিক সময়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছানো নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আগামীকাল পরীক্ষাসূচি পরিবর্তন করা যায় কিনা সেই নিয়ে আলোচনায় বসতে চলেছে বর্ধমান ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷