বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগেই বিজয় উৎসব তৃণমূলের,ক্যানিংয়ের মাতলা ২ গ্রামপঞ্চায়েত বিরোধী শূণ্য

News Sundarban.com :
এপ্রিল ৯, ২০১৮
news-image

নির্বাচনের আগেই কার্যত বিজয় মিছিল সেরে ফেললেন তৃণমূল কর্মী সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং এর মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের ১৪ টি সিটে কোন বিরোধী বা নির্দল প্রার্থী মনোনয়ন জমা দেননি। সেই কারনে কার্যত এই পঞ্চায়েতটি ওয়াক ওভার পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতের অন্তর্গত তিনটি পঞ্চায়েত সমিতির সিট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল কংগ্রেস। আর সেই আনন্দেই নির্বাচন শুরুর আগেই আবির খেলে বিজয় উৎসব পালন করলেন এই মাতলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা।
দীর্ঘ পনেরো  বছর ধরে এই মাতলা ২ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে। দীর্ঘ সময় বামেদের হাতে থাকার পর ২০০৮ সালে এই পঞ্চায়েত বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। গত দশ বছরে এই এলাকার অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। দীর্ঘ দশ বছর ধরে এলাকায় পঞ্চায়েত প্রধান রয়েছেন উত্তম দাস। এলাকার সমস্ত অলি গলিতে কংক্রিটের রাস্তায় মুড়ে দেওয়ার পাশাপাশি পানীয় জলের গভীর নলকূপ, জল নিকাশি ব্যবস্থা,সুইমিংপুল,শিক্ষা,স্বাস্থ্য ও পঞ্চায়েতের সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিয়েছেন তিনি। আর সেই কারনেই এবার এই পঞ্চায়েতে কোন বিরোধী প্রার্থী জিততে পারবেন না বলে মনোনয়ন জমা দেননি বলে দাবি এলাকার তৃণমূল কর্মীদের। এই এলাকায় শুধুমাত্র জেলা পরিষদের সিটের জন্যই আগামী পয়লা মে নির্বাচন হবে। যদিও তৃণমূলের দাবী উড়িয়ে দিয়ে বিরোধীরা দাবী করেছেন তৃণমূলের সন্ত্রাস ও হুমকির কারনেই ভয়ে এই গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম সভা ও পঞ্চায়েত সমিতির সীটে অন্য কোন রাজনইতিক দল মনোনয়ন জমা দেয় নি।