মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইউরোপে

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০১৮
news-image

অন্তত ২৭ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইউরোপে । এই তথ্যের অপব্যবহার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ এমনই জানাল ইউরোপিয়ান ইউনিয়ন। জানা গিয়েছে, ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে অন্তত ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ফেসবুকের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী মাস থেকেই তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য নতুন আইন আনতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই আইন চালু হওয়ার পর তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট সংস্থার সারা বিশ্বে লাভের পরিমাণের চার শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।এ বিষয়ে ফেসবুকের কাছ থেকে জবাব তলব করা হবে বলেও জানানো হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র ক্রিস্টিয়ান উইগান্ড জানিয়েছেন, ‘ফেসবুকের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির ২৭ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনৈতিকভাবে কেমব্রিজ অ্যানালিটিকাকে দেওয়া হয়েছে। আমার ফেসবুকের এই চিঠি খতিয়ে দেখব। তবে গোটা ঘটনা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে ফেসবুকের সঙ্গে আমাদের আরও আলোচনা করা দরকার। আগামী সপ্তাহে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গের সঙ্গে কথা বলবেন ইউরোপিয়ান ইউনিয়নের জাস্টিস কমিশনার ভারা জুরোভা।’