বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪ বছরের জেল দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০১৮
news-image

২৪ বছরের জেল হল দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হে-র। পার্কের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার এবং ঘুষ নেওয়ার অভিযোগে এই রায় শোনায় সে দেশের আদালত। এই সঙ্গে ১.৬০ লক্ষ ডলার জরিমানাও করা হয় ৬৬ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে। ক্ষমতায় থাকাকালীন পার্ক তাঁর বন্ধু চই সুন-ইল এবং তাঁর দফতরের এক ব্যক্তিকে কোম্পানি তৈরিতে নানা সুবিধা পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। স্যামসাং সংস্থার কর্ণধারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে পার্কের বিরুদ্ধে। এমনকী ক্ষমতা অপব্যবহার করে এক গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে জোর করে তাঁর বন্ধু চইয়ের কোম্পানির কাছে বিজ্ঞাপন দিতে বাধ্য করেন বলে পার্কের বিরুদ্ধে অভিযোগ ওঠে।