ক্যানিংয়ে অঞ্জাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার

এক মহিলার দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের মাতলা ব্রীজ সংলগ্ন ক্যানিং-বাসন্তী রোডের ধারে।স্থানীয় মানুষজন ক্যানিং থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে পরিচয়হীন ভবঘুরে ঐ মহিলা বেশকিছুদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতে দেখে। তার মাথায় একটি গভীর ক্ষতের দাগ থাকায় সেই ক্ষতস্থানে পচন ধরে পোকা বংশবিস্তার করায় তার মৃত্যু হয়েছে বলে ধারনা।
দিনের বেলায় প্রকাশ্য রাস্তার ধারে এমন মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।