বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুদ্ধকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
এপ্রিল ৫, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে দেখতে যান ৷ বেশ অনেকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য ৷ অসুস্থ বুদ্ধদেবের জন্য ফল এবং ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে রয়েছেন সিপি রাজীব কুমার ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেয়ে ফ্ল্যাটের নিচে নেমে আসে মীরা ভট্টাচার্য৷ আধ ঘন্টার বেশি সময় ছিলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে৷ যদিও নিয়মিতই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খবরাখবর নেন রাজ্যের বর্তমান প্রশাসনিক প্রধান ৷ বুদ্ধদেবের বাড়ি থেকে বেরনোর পর মুখ্যমন্ত্রী জানান, উনার শরীর স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে৷ উনি অনেক বই পড়েন৷ কি বই পড়েন তা জানতে চেয়েছি৷ গত ১ মার্চ ছিল বুদ্ধদেবের জন্মদিন৷ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে বর্তমান মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন বলেই মনে করা হচ্ছে৷
এর আগে দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন৷ বুদ্ধদেব বাবুর স্ত্রী বেশ কিছু সমস্যার কথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন৷ তাঁরা যে আবাসনে থাকেন সেখানে জলের সংযোগ নিয়ে সমস্যা হচ্ছিল৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছে সমস্যা জানার পরই বাড়িটি মেরামত করা হয়৷ বুদ্ধবাবুকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটটি ছেড়ে গেষ্ট হাউসে যাওয়ার কথা বলেছিলেন মমতা৷ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজি হননি৷ তাই বাধ্য হয়ে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে বুদ্ধদেবের পরিবারকে রেখেই সংস্কারের কাজ শুরু হয়৷ ওই ফ্ল্যাটের মালিকানা আর বুদ্ধদেবের নেই৷ পরবর্তীকালে তিনি যাতে মালিকানা পায় সেই বিষয়ে দেখাশুনা শুরু হয়েছে৷ এছাড়া বুদ্ধদেব যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে হাসপাতালে ভরতি হওয়ার আবেদন জানান৷ কিন্তু বাড়ি থেকে চিকিৎসা করাতে চাওয়ায় ফ্ল্যাটেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়।