শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা আইএস দমনের কাজটি প্রায় শেষ করে এনেছি : ট্রাম্প

News Sundarban.com :
এপ্রিল ৫, ২০১৮
news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত থাকুক সেটা যদি সৌদি আরব চায়, তবে এর জন্য তাদের খরচও দিতে হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। খবর আল জাজিরার

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা আইএস দমনের কাজটি প্রায় শেষ করে এনেছি এবং ওই অঞ্চলে থাকা অন্যদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে শিগগিরই আমরা পরবর্তী করণীয় ঠিক করবো।’

তিনি বলেন, “আমাদের সিদ্ধান্তের বিষয়ে সৌদি আরব খুবই আগ্রহী এবং আমি তাদের বলেছি, ‘আপনারা যদি চান আমরা সেখানে [সিরিয়া] থাকি, তাহলে হয়তো এর খরচও আপনাদের দিতে হবে’।” এর আগে সোমবার ফোনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তবে ওই ফোনালাপের বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কোথাও একথা বলা নেই যে, সিরিয়ায় মার্কিন সেনা রাখার খরচ সৌদি আরবের কাছে চেয়েছেন ট্রাম্প।

এছাড়া গত ২০ মার্চ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর এ বিষয়ে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতেও এ ধরনের কিছু ছিল না।