বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘদিন গ্রামের নলকূপ খারাপ,পানীয়জল না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০১৮
news-image

পানীয় জলের জন্য প্রায় দু-তিন কিমি ছুটে যেতে হয় গ্রামবাসীদের।পাড়ার প্রতিটিই নলকূপ অকেজো।একটি প্রাইমারী বিদ্যালয়ের নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের।এমনই পরিস্থিতি ক্যানিং এক নম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েতের গোপালপুর। এলাকার সৌরভীপাড়া,মাঝেরপাড়া,উত্তরপাড়া,মোল্ল্যা পাড়া,দক্ষিপাড়ার পানীয় জলের নলকূপ গুলি দীর্ঘদিন খারাপ।এলাকায় একটি মাত্র পানীয় জলের নলকূপের উপর নির্ভরশীল প্রায় হাজার খানেক গ্রামবাসী।তাঁদের দাবী গ্রামপঞ্চায়েত অফিসে একাধিকবার জানিয়েছি কোন সুরাহা হয়নি।
এবিষয়ে গোপালপুর গ্রামপঞ্চায়েত প্রধান পাপিয়া মন্ডল কে জিঞ্জাসা করা হলে তিনি বলেন “বুধবার এলাকায় কন্ডাক্টটর কে পাঠিয়েছি,পরিস্থিতি দেখে খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে”।