শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশ্মীরে ভারতীয় সেনা ও জঙ্গি সংঘর্ষে খ্তম ১৩ জঙ্গি

News Sundarban.com :
এপ্রিল ২, ২০১৮
news-image

কাশ্মীরে ভারতীয় সেনা ও জঙ্গি সংঘর্ষে খ্তম ১৩ জঙ্গি। এছাড়া চার সাধারণ নাগরিকের প্রাণহানির ব্যাপারে বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় হরতালের মেয়াদ আরও একদিন বাড়িয়ে দেওয়ায় আগামীকাল স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি প্রশাসন।আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখেই স্কুল ফের চালুর কথা ভাবা হবে বলে জানা গিয়েছে। কোনও অবাঞ্ছিত ঘটনার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ না হয়, সেজন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে জানান শিক্ষা দপ্তরের এক অফিসার। সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিক, প্রমুখ বিচ্ছিন্নতাবাদীরা মিলে যে জয়েন্ট রেজিস্ট্যান্স লিডারশিপ তৈরি হয়েছে, তারা হরতালের মেয়াদ কাল পর্যন্ত বাড়িয়েছে। আগামীকাল সোপিয়ানের উদ্দেশ্যে মিছিল হবে বলে জানান ওই জোটের এক মুখপাত্র। তিনি বলেন, জনগণকে আগামীকালের প্রার্থনার পর স্থানীয় মসজিদে সোপিয়ানের মৃত্যুর প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি আজ ১৩ সন্ত্রাসবাদীর মৃত্যুর প্রসঙ্গ তুলে কাশ্মীরে ‘নৃশংস দমনপীড়নে’র অভিযোগ তোলেন ভারতের বিরুদ্ধে। এই সুযোগে আসরে নেমেছে হাফিজ সঈদ। মুম্বই সন্ত্রাসবাদী হামলার পাণ্ডা কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়েছে। একটি ভিডিও সামনে এসেছে, যাতে হাফিজকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। কাশ্মীরের মানুষের দুর্দশার দিকে নজর না দেওয়ার অভিযোগে সে একহাত নিয়েছে পাকিস্তানের ফেডেরাল সরকারকেও।