প্রত্যন্ত সুন্দরবনে প্রথম রামনবমী পালন

দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের নদীনালা বেষ্টিত গোসাবা ব্লকের বিপ্রদাসপুরে হিন্দু জাগরণ মঞ্চের ঊদ্যোগে এই প্রথমবার রামনবমী উৎযাপন সমিতির উদ্যোগে রামনবমী পুজা ও শোভাযাত্রা সাড়ম্বরে পালিত হল।এই রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ রাস্তায় নেমে আনন্দে উদ্দীপনায় দিনটি পালন করেন।
রামনবমী উৎযাপন সমিতির সঞ্জয় নায়েক বলেন “আমরা সৌভাতৃত্ব বজায় রেখে এলাকায় এই প্রথম রামনবমী পালন করতে পেরে খুবই খুশি”।
রামনবমী পূজা এবং শোভাযাত্রায় যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল।