বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গে ৩ দফায় পঞ্চায়েত নির্বাচন

News Sundarban.com :
মার্চ ৩১, ২০১৮
news-image

শনিবার দুপুরেই পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গে ৩ দফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষিত হল। ১ লা মে, ৩ মে এবং ৫ মে ভোট হবে এই রাজ্যে। ১০ মে’য়ের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোটের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। ৮ মে ভোটগণনা ৷ রাজ্যের মোট ৪৮ হাজার ৬৫০ গ্রাম পঞ্চায়েত ও ৯ হাজার ২১৭ জেলাপরিষদ আসনে ভোট হবে। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই লাগু আদর্শ আচরণ বিধি। আগামী ২ এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৷

দক্ষিণবঙ্গে ভোট প্রথম দফায় ৷ শেষ দফায় ভোট উত্তরবঙ্গে। প্রথম দফার ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম হাওড়া ও হুগলিতে। দ্বিতীয় দফার ভোট হবে বীরভূম ও মুর্শিদাবাদে। তৃতীয় দফায় ভোট কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
এবছর রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লক্ষ্য় ৷ প্রথম দফায় দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে ভোট হবে ৷