বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা দীর্ঘদিন বেহাল 

News Sundarban.com :
মার্চ ৩১, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

রাস্তা তৈরির দাবীতে গ্রামের বাসিন্দারা একজোট হয়ে ক্ষোভ দেখালেন এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার  ক্যানিং থানার নিকারিঘাটা গ্রামে। অভিযোগ গ্রামের অন্যান্য রাস্তা কংক্রিটের তৈরি হলেও এলাকার মানুষ সব থেকে বেশী যে রাস্তায় চলাফেরা করেন সেই রাস্তাটি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অবহেলিত রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ।  এ বিষয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে  জানালেও কোন লাভের লাভ কিছুই হয়নি। অথচ গ্রামের কম গুরুত্বপূর্ণ একের পর এক রাস্তা তৈরি করে চলেছে পঞ্চায়েত।

দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং থানার  নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাঙ্গাশখালি গ্রামের ইটের রাস্তাটির দীর্ঘ প্রায় ২০ বছর ধরেই বেহাল দশা। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে নাভিশ্বাস উঠে যায় স্থানীয় বাসিন্দাদের। খরার সময় চলাফেরা করা গেলেও নরক যন্ত্রণা ভুগতে হয় বর্ষাকালে। তাই দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই রাস্তাটি কংক্রিটের করার জন্য বারে বারে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান কে জানালে ও কোন কাজ হয়নি।একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,একটি প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের একটি মসজিদে যাওয়ার প্রধান রাস্তা দিয়ে চলাফেরা করা হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন। কিন্তু একই গ্রামের কম গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষজনের যাতায়াত নেই বললেই চলে সেই সমস্ত রাস্তা ইতিমধ্যেই কংক্রিটের তৈরি হয়েছে। কয়েকটিতে বর্তমানে কাজ ও চলছে। কেন এই গুরুত্বপূর্ণ রাস্তাটিকে বারে বারে উপেক্ষা করা হচ্ছে সেই অভিযোগেই কার্যত গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের দাবী, রাস্তা অত্যন্ত খারাপ এবং কম চওড়া হওয়ায় কোন গাড়ি ভিতরে ঢুকতে পারে না। এমনকি এ্যাম্বুলেন্স ও গ্রামের ভিতরে ঢুকতে পারে না। প্রসব যন্ত্রনা নিয়ে এই রাস্তা দিয়ে মায়েদের চলাফেরা করতে ভীষণই অসুবিধা হয়। বারে বারে এ বিষয়ে প্রশাসনের সকল স্তরে জানিয়ে ও কোন লাভ হয়নি। অন্যদিকে এ বিসয়ে স্থানীয় নিকারীঘাটা গ্রামপঞ্চায়েত প্রধান বিশ্বনাথ নস্কর বলেন “আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা-ঘাটের ব্যাপক  উন্নয়ন হয়েছে। যদি কোথাও কোন রাস্তা খারাপ থেকে থাকে তা কেউই আমাকে কিংবা পঞ্চায়েতে জানায়নি“।
স্থানীয় গ্রামবাসী মহম্মদ হালদার,আতিয়ার  সরদার,নূরনবী সেখ রা জানান
“পঞ্চায়েতের তরফ থেকে  রাস্তাটি তৈরি হলে গ্রামের মানুষের অনেক সমস্যা মিটে যাবে”।