বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এগিয়ে আসছে ঝড়

News Sundarban.com :
মার্চ ৩১, ২০১৮
news-image

এগিয়ে আসছে ঝড়। শনিবার বিকেলেই কালবৈশাখী আছড়ে পড়বে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। দুই মেদিনীপুরে আছড়ে পড়বে এই ঝড়। সেইসঙ্গে হবে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া হুগলি কলকাতা ও দুই ২৪ পরগনায় বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুরে, ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল। সূত্রের খবর, বিহার থেকে ওডিশা অবধি যে নিম্নচাপ অক্ষরেখা ছিল তা শক্তিশালী হয়েছে। পাশাপাশি ঝাড়খন্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অবধি একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব ও ক্রমশ বাড়ন্ত আর্দ্রতা। শুধু ৩১ তারিখের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পঙ মালদা ও দুই দিনাজপুরে। এখানে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিলোমিটার। সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।