শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ফের শুরু হচ্ছে রাজনৈতিক দড়ি টানাটানি

News Sundarban.com :
মার্চ ২৯, ২০১৮
news-image

ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ফের শুরু হচ্ছে রাজনৈতিক দড়ি টানাটানি । রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী ।পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে হনুমান জয়ন্তী ঘিরে নতুন কৌশল বিজেপির । মিছিল করে হনুমান জয়ন্তী পালনের ঘোষণা তৃণমূলেরও । মধ্য কলকাতা ও বিধাননগরে হনুমান পুজো করবেন তৃণমূল নেতারা ৷ বিভিন্ন ওয়ার্ডে হনুমান জয়ন্তীর মিছিল করবে তাঁরা ৷ মন্দিরে হনুমান পুজোতেও সামিল হবেন শাসকদলের নেতা-কর্মীরা ৷ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ঘুঁটি সাজাতে ব্যস্ত দু’পক্ষ । তাই হনুমান জয়ন্তী ঘিরেও রণক্ষেত্র হয়ে উঠতে পারে পরিস্থিতি। রাজনৈতিক জমি দখলের লড়াই তেমনই ইঙ্গিত দিচ্ছে।
রামনবমীর মিছিল ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক প্রতিযোগিতা । হনুমান জয়ন্তীতেও একে অন্যকে জমি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি । রামনবমীর মিছিল ঘিরে জায়গায় জায়গায় সংঘর্ষ । আসানসোল ও রাণীগঞ্জের বেশ কিছু অংশে চরম অশান্তি হয় । হনুমান জয়ন্তীতেও একই আশঙ্কা করা হচ্ছে । ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে আরও একবার রাজনৈতিক টক্কর দেখার অপেক্ষায় রাজ্য । যদিও দায় এড়াচ্ছে যুযুধান দু-পক্ষই ।
হনুমান জয়ন্তী ঘিরে নতুন কৌশল বিজেপির । বড় মিছিলের পরিবর্তে নেওয়া হচ্ছে জনসংযোগ কর্মসূচি । মন্দিরে মন্দিরে পুজো দিয়ে হনুমান জয়ন্তী পালন করবে বিশ্বহিন্দু পরিষদ। হনুমান জয়ন্তী পালনে ঝাঁপাচ্ছে তৃণমূলও। দলের তরফেই স্পষ্ট হয়েছে সেই অবস্থান। পঞ্চায়েত ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে মেরুকরণের কৌশল নিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যে অনেকটাই সফল গেরুয়া শিবির। নজিরবিহীনভাব শাসকদল রামনবমীতে মিছিল করলেও প্রচারের আলো কেড়ে নেয় বিজেপি। তাই হনুমান জয়ন্তী ঘিরে বাড়তি উদ্যোমে ঝাঁপাচ্ছে তৃণমূল।