শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা শাখার একটি দল অভিযান চালিয়ে ভুবনেশ্বর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করল

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

রবিবার রাতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা শাখার একটি দল অভিযান চালিয়ে ভুবনেশ্বর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকেও৷ ঘটনাটি ঘটেছে খুড়দা জেলার পাটিয়া এলাকায়৷ ধৃতের নাম মহম্মদ ওয়াসিম আক্রম৷ তিনি ভদ্রকের বাসিন্দা৷ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় পাচার করার উদ্দেশ্যে কটকের আটাগড় থেকে এই বিপুল পরিমাণের গাঁজা নিয়ে এসেছিল ধৃত৷ যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ৷ নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, আদালতে তোলার পর ধৃতকে কলকাতায় নিয়ে আসা হবে৷ সোমবার তাকে ভুবনেশ্বর স্থানীয় আদালতে তোলা হবে৷ তারপর তাকে কলকাতায় নিয়ে আসা হবে৷ নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে একটি দল রওনা দেয় ভুবনেশ্বরের উদ্দেশ্যে৷ রবিবার গভীর রাতে পাটিয়া এলাকার কিশোরচান্দ সুনিধির বাড়িতে অভিযান চালায় তারা৷ সেখানে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা-সহ ওয়াসিম আক্রমকে গ্রেফতার করা হয়৷ সোমবার বাজেয়াপ্ত করা গাঁজা-সহ ধৃতকে ভুবনেশ্বরের একটি স্থানীয় আদালতে তোলা হবে৷