শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের ক্রীড়ামন্ত্রক ২০১৮ কমনওয়েলথ গেমসে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিল

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

আগামী ৪ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে শুরু হবে ২১তম কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমসে ৩২৫ সদস্যের ভারতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিল দেশের ক্রীড়ামন্ত্রক। ৩২৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন ২২১ জন অ্যাথলিট, ৫৮ জন কোচ, ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট মিলে ১৭ জন। এছাড়া, দলের সঙ্গে রয়েছেন ৭ জন ম্যানেজার এবং ২২ জন কর্তা। ব্যক্তিগত ইভেন্টে শুটিং এবং অ্যাথলেটিক্সেই সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছে ভারত। অ্যাথলেটিক্সে ৩১ জন এবং শুটিংয়ে ২৭ জন অংশ নেবেন গোল কোস্ট কমনওয়েলথ গেমসে। ৪ এপ্রিল গোল্ড কোস্টের কারারা স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা থাকবে শাটলার পিভি সিন্ধুর হাতে।