শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

চৈত্রের শুরুতেই ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিল রাজ্যবাসী। এই বৃষ্টি হয়তো কিছুটা স্বস্তির বার্তা আনল এই বৃষ্টি। সোমবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

কিন্তু চৈত্রের শুরুতে হঠাত্ কেন বৃষ্টি? চৈত্রের শুরুতে নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলাতেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আর তাতেই বৃষ্টি। আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। মেঘলা আকাশের জেরে তাপমাত্রা অনেকটাই কম।